বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০১:১৭ পূর্বাহ্ণ, ১২ অক্টোবর ২০১৬
বরিশাল: বরিশাল নগরীর একটি পূজামন্ডপ থেকে ভয়ানক ধারালো অস্ত্রসহ ২ কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৯ টার দিকে নগরীর অন্যতম পূজামন্ডপ শংকরমঠ থেকে গ্রেফতার করা হয়।’
গ্রেফতার এই দুই কিশোর বিশেষ মিশন অর্থাৎ কোন এজেন্ডা বাস্তবায়নের উদ্যোগ নিয়ে মাঠে নেমেছে বলে ধারণা করছে পুলিশ।’
গ্রেফতার দুই কিশোর হলো- বাবুগঞ্জ উপজেলার ভূতেরদিয়া গ্রামের হারুণ সরদারের ছেলে ইমন (১৪) এবং বরিশাল নগরীর শাহপরান সড়ক এলাকার পাপন ভিলার দেলোয়ার হোসেনের ছেলে হিমেল (১৬)। এদের মধ্যে হিমেল বরিশাল সরকারি হাতেম আলী কলেজের একাদশ শ্রেণির ছাত্র এবং ইমন সরদার বিএম স্কুলের ৮ম শ্রেণির ছাত্র।’
পুলিশ জানায়- একটি ব্যাগ নিয়ে দুই কিশোর শংকরমঠ পূজামন্ডপের ঘোরাঘুরি করছিল। তাদের গতিবীধি সন্দেহজনক হওয়ায় হেফাজতে নিয়ে তল¬াশি করা হয়। সেখানে এক ফুট দৈর্ঘ্যরে একটি ধারালো অস্ত্র পাওয়া যায়।’
পরবর্তীতে তাদের দুইজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে হেফাজতে রাখা হয়েছে। রাতে আরও জিজ্ঞাসাবাদ চলবে। পুলিশের ধারণা- এই দুই কিশোর বিশেষ কোন পরিকল্পনা করে অস্ত্র নিয়ে অবস্থান করছিল।’
কারণ যে অস্ত্রটি উদ্ধার করা হয়েছে তা সদ্য তৈরি এবং অতি ধারালো। এই অস্ত্র দিয়ে যদি কোন ব্যক্তির ঘাড়ে আঘাত করা হয় তার মাথা বিছিন্ন হয়ে যাবে। ফলে বিষয়টি মাথায় রেখে তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদে সিদ্ধান্ত নিয়েছে কর্মকর্তারা।’
এ তথ্য উপ-পরিদর্শক এসআই সাইদুল হক নিশ্চিত করে জানান, দুই কিশোরের আচরণ তাদের ভাবিয়ে তুলেছে। এমতাবস্থায় তারা কোন জঙ্গিগোষ্ঠীর সাথে জড়িত কিনা তাও নিয়ে অনুসন্ধান চলছে।’