বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৫:৪৮ অপরাহ্ণ, ১১ মে ২০১৭
বরিশাল নগরীর কালিবাড়ি সড়কের সেনারতরী বাসভবনে প্রকৌশলীর কন্যা সংঘমিত্র বিশ্বাস প্রমির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ মে) সকাল ১০টায় পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করার পর ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে প্রেরণ করে।
প্রমি বরিশাল মডেল স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী ছিল। তার বাবা হিমাংসু বিশ্বাস বিদ্যুৎ উন্নয় বোর্ডের নির্বাহী প্রকৌশলী। কর্মরত আছেন ভোলার বোরহানউদ্দিন উপজেলায়।
বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো আব্দুল ওহাব বলেন, সোমার রাতে প্রমি গলায় ওড়না পেচিয়ে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছেন। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেন।
আত্মহত্যার সকল বিবষয়গুলো পরিলক্ষিত হওয়ায় প্রাথমিকভাবে মনে করেছেন এটি আত্মহত্যা।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আওলাদ হোসেন জানান, তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। দশম শ্রেণির ছাত্রী তাই আত্মহত্যার নেপথ্যের বিষয়টিকে হৃদয়ঘটিত বলে মনে করেন তিনি।”