বরিশালের মুলাদী উপজেলায় জাটকা ধরাকে কেন্দ্র করে মো. আলাউদ্দীন (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার রাতে উপজেলায় চরকালেখান ইউনিয়নের কায়েতমারা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ বৃহস্পতিবার সকালে নিহতের লাশ উদ্ধার করে শের-ই বাংলা (শেবাচিম) হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
নিহত আলাউদ্দীনের স্ত্রী লিলি বেগম বরিশালটাইমসকে জানান- বুধবার রাত ১১টার দিকে জাটকা ইলিশ নিয়ে তার স্বামীর সাথে প্রতিবেশী জালাল সিকদার ও করিম সিকদারের সাথে বাকবিতন্ডা হয়। বাকবিতন্ডার এক পর্যায় মারামারির ঘটনা ঘটে।
পরক্ষণে প্রতিপক্ষের হামলায় আলাউদ্দীন অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে বাসায় নিয়ে আসেন। রাত আনুমানিক ২টার দিকে আলাউদ্দীনের মৃত্যু হয়। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হবে বলে জানান নিহতের স্ত্রী লিলি বেগম।
তার দাবি প্রতিপক্ষরা তাকে মারধর করায় মৃত্যু হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শনকারী মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) হুমায়ন কবির বরিশালটাইমসকে জানান- আলাউদ্দীনের শরীরে আঘাতের কোন চিহৃ পাওয়া যায়নি। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। ইতিপুর্বে তার তিনটি অপারেশন হয়েছে। আমরা ধারনা করছি মারামারির সময় পড়ে গিয়ে তিনি অসুস্থ হয়ে মারা গেছেন।
তারপরেও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে- যদি অভিযোগের সত্যতা মেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
শিরোনামখবর বিজ্ঞপ্তি, টাইমস স্পেশাল, বরিশালের খবর