৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার

বরিশালে প্রতিবেশীর হামলায় বৃদ্ধ‍া খুন

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৮:০৬ অপরাহ্ণ, ০৭ ফেব্রুয়ারি ২০১৭

বরিশালে প্রতিবেশীর হামলায় রিজিয়া বেগম (৬৫) নামে এক বৃদ্ধ‍ার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের উত্তর জাগুয়া এলাকায় নিজ বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

নিহত রিজিয়া ওই এলাকার মৃত সেকান্দার হাওলাদারের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে- রিজিয়া তাঁর মেয়ে এলিজার প্রতিবন্ধী ছেলেকে নিয়ে জাগুয়ায় নিজ বাড়িতে বসবাস করতেন। বরিশাল ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে কর্মরত হাবিব নামে প্রতিবেশী ও তার পরিবারের সঙ্গে রিজিয়ার জমিজমা সংক্রান্ত বিরোধ ছিল।

এর জের ধরে হাবিব ও তার পরিবার রিজিয়াকে প্রায়ই নির্যাতন করতেন। গত ২০ দিনে তারা দুইবার রিজিয়াকে মারধর করেন। সেসময় তিনি হাসপাতালে ভর্তি হন। সেখান থেকে দু’দিন আগে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরেন রিজিয়া।

প্রতিবেশী কামাল মৃত রিজিয়ার ছেলের বরাত দিয়ে বরিশালটাইমসকে জানান, মৃত্যুর আগেরদিনও হাবিব ও তার স্ত্রী রিজিয়াকে মারধর করেন। এরপর মঙ্গলবার দুপুরে প্রতিবন্ধী নাতি স্কুল থেকে বাড়িতে গিয়ে নানীর মরদেহ দেখতে পান।

কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) তাহের বরিশালটাইমসকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতাল মর্গে পাঠায়।

বুধবার (৮ ফেব্রুয়ারি) সকালে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হবে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

68 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন