বরিশাল: সিঁদুর খেলা, সম্প্রীতির শোভাযাত্রা আর প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে বরিশালে শেষ হলো হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজার আনুষ্ঠানিকতা।
মঙ্গলবার (১১ অক্টোবর) রাত ৮টার পরে শংকর মঠের পুকুর ও ডিসি ঘাটে প্রতিমা বিসর্জন শুরু হয়।
এরআগে বিকেলে নগরীরী শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরসহ বেশে কিছু মণ্ডপে চলে সিঁদুর খেলা আর আনন্দ-উৎসব। এ সময় ঢাকের তালে তালে নাচ-গান, ছবি তোলার কাজও চলে হরদমে।
এছাড়া সন্ধ্যা ৫টায় নগরীর সদর রোডে সম্প্রীতির শোভাযাত্রা বের করা হয়। বাংলাদেশ ছাত্র-যুব ঐক্য পরিষদ বরিশাল জেলা ও মহানগর শাখার আয়োজনে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ ধর্মালম্বীদের উপস্থিতিতে এ শোভাযাত্রা হয়।
শোভাযাত্রাটি নগরীর অশ্বিনী কুমার হল চত্বর থেকে বের হয়ে সদর রোড প্রদক্ষিণ করে। এরআগে অশ্বিনী কুমার হলে সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার এসএম রুহুল আমিন। উদ্বোধন ছিলেন বিজয় কৃষ্ণ দে ও বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলার চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু প্রমুখ।
এদিকে, বিসর্জনের স্থানে নিরাপত্তা নিশ্চিত করতে বিপুলসংখ্যক পুলিশ, নৌ পুলিশ, র্যাব ও ফায়ার সার্ভিসের সদস্য মোতায়েন করা হয়েছে।
বরিশাল মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি নারায়নণ চন্দ্র দে নারু বলেন, আবহাওয়ার কারনে দশমীর নানান আনুষ্ঠানিকতা কিছুটা বিলম্ব হলেও কীর্তনখোলা নদীতে প্রতিমা বিসর্জনের কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করা হয়েছে। পাশাপাশি পুরো পুজাউৎসবে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ভালো ছিল।
টাইমস স্পেশাল, বরিশালের খবর