বরিশালঃ ‘এ দেশের বুকে ১৮ আসুক নেমে’ কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতার চরনটিকে প্রতিপাদ্য করে হাটি হাটি পা পা করে ১৮ বছর এর দীর্ঘ পথ পরিক্রমা পার করল দৈনিক ‘প্রথম আলো’ পত্রিকা।
প্রথম আলো এই বর্ষপূর্তির অনুষ্ঠান সারা বাংলাদেশে জাকজমকপূর্নভাবে পালন করছে প্রথম আলো,এরই পরিপ্রেক্ষিতে আজ বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনস্থ অডিটোরিয়ামে আয়োজিত হল প্রথম আলোর ১৮ বছর বর্ষপূর্তি উৎসব।
প্রথম আলো বরিশাল প্রতিনিধি সাইফুর রহমান মিরনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বীর প্রতীক কেএসএ মহিউদ্দিন মনিক,গ্রুপ থিয়েটার ফেডারেশন এর নির্বাহী সদস্য কাজল ঘোষ,বিএম কলেজের মার্কেটিং
বিভাগের সাবেক বিভাগীয় প্রধান সাহ সাজেদাহ, সহ বরিশালে ১৮ জন মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব।
এছাড়াও বর্ষপূর্তির অনুষ্ঠানে বরিশাল ডিবেটিং সোসাইটি(বিডিএস),উত্তরন সাংস্কৃতিক সংগঠন,সরকারী ব্রজমোহন কলেজ,আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ,ডিডব্লিউ এফ ম্যাটস নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট সহ
বরিশালের বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের তরুন প্রতিনিধি দল অংশগ্রহন করেন।
এছাড়াএ অনুষ্ঠানে তরুনদের মধ্য থেকে বক্তব্য রাখেন বরিশাল ডিবেটিং সোসাইটির সিনিয়র বিতার্কিক ও বরিশাল বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থী নাছিমুন নাহার মিম্মী, সরকারী ব্রজমোহন কলেজের শিক্ষার্থী ইসরাত জাহান মিতু,মেহেদী হাসান প্রমুখ।
১৮ জন প্রবীন সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও মুক্তিযোদ্ধাদের হাত থেকে ১৮ জন তরুন প্রতিনিধি কে জাতীয় পতাকা তুলে দেয়ার মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষনা করা হয়।
খবর বিজ্ঞপ্তি, বরিশালের খবর