বরিশালটাইমস, ডেস্ক
প্রকাশিত: ০৬:৫৪ অপরাহ্ণ, ২৯ সেপ্টেম্বর ২০২৩
বরিশালে প্রধানমন্ত্রীর জন্মদিনে ৭৭ ট্রলার নিয়ে ব্যতিক্রমী র্যালি
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ৭৭টি ট্রলার নিয়ে র্যালি অনুষ্ঠিত হয়েছে। ব্যতিক্রমী র্যালিটি দেখতে সন্ধ্যা নদীর দুই পাড়ে অসংখ্য মানুষ ভিড় করে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে জেলার বানারীপাড়া উপজেলা পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন র্যালির আয়োজন করেন।
এর আগে প্রধানমন্ত্রীর ৭৭ তম জন্মদিন উপলক্ষে কেক কাটেন পৌর আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বানারীপাড়া পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীলের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য শাহে আলম, উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুকসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।