বরিশালে প্রবাসীর চোখে মরিচের গুঁড়ো দিয়ে মারধর করে টাকা ছিনতাই
রিপন রানা বরিশাল: বরিশাল মেহেন্দীগঞ্জ উপজেলার চর গোপালপুর ইউনিয়নের এক প্রবাসীর চোখে মরিচের গুঁড়ো দিয়ে,ও তাকে মারধর করেন তিন লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া যায়।
অভিযোগ সূত্রে জানা যায়, গত (১৭ অক্টোবর) রাত আনুমানিক ৯ ঘটিকা সময়, চর গোপালপুর ইউনিয়নের তালুকদারের চর, ঘরামী বাজারে প্রবাসী মোঃ মাসুদ হাওলাদারের কাছে টুংগীবাড়ীয়া ইউনিয়নের বাসিন্দা মোঃ গফ্ফার মোল্লা বিদেশ যাওয়ার জন্য তিন লাখ টাকা দেয়।
সেই টাকা দেখেই কবির খলিফার পুত্র,মোঃ আরিফ খলিফা বিভিন্ন সময় পুলিশ,র্যাব, ডিবির সোর্স পরিচয় দিয়ে তালুকদার চর নামক ঘরামী বাজারে রাস্তার উপরে চাঁদা দাবি করেন।
এছাড়াও বিভিন্ন সময় অকথ্য ভাষায় গালাগালি করে চাঁদা দাবি করে আসছে। দাবীকৃত টাকা না দিলে জীবন নাশের হুমকি প্রধান করেন। প্রবাসী মোঃ মাসুদ হাওলাদার টাকা দিতে অস্বীকার করলে আরিফের সাথে কথা কাটাকাটি হয়ে।
উক্ত ঘটনায় প্রবাসী মোঃ মাসুদ হাওলাদার বাসায় যাওয়ার সময় আরিফ খলিফা,রাজিব খলিফা, কবির খলিফা, কাঞ্চন খান, সজিব খান, হাদিস হাওলাদার, সহ ৫/৬ জন মিলে পথরোধ করে মাসুদকে মারধর করে তার সাথে থাকা তিন লাখ চার’শত বেয়াল্লিশ টাকা ছিনিয়ে নিয়ে যায়।
এসময় মাসুদের ডাক চিৎকার শুনে ঘটনা স্থালে পাখি আক্তার ও জামাল আকন,রেজাউল আকন ছুটে আসলে সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালায়। এসময় স্থানীয়রা দেখে সন্ত্রাসীদের ধাওয়া দিলে ঘটনা স্থাল থেকে পালিয়ে যায়,আহত মাসুদ হাওলাদার, পাখি, রেজাউলকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করান।
ভুক্তভোগী পরিবার জানান,মেহেন্দীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এবিষয়ে মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. শফিকুল ইসলাম এর ব্যবহারীত সরকারি ফোন নাম্বারে কল দিলে সংযোগ বিচ্ছিন্ন পাওয়া যায়।।
বরিশালের খবর, বিভাগের খবর