১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বরিশালে প্রাইভেটকার খাদে পড়ে নিহত ৩

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৫:৩৯ অপরাহ্ণ, ৩১ জানুয়ারি ২০১৭

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ খাদে পড়ে ৩জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুই জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। যাদের মধ্যে বাকেরগঞ্জের কলসকাঠী এলাকার মিহির (৩৫) এবং বরিশাল নগরীর সাগরদী এলাকার মনির (৩৫)।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বরিশালটাইমসকে বলেন, ‘প্রাইভেটকারটি বরিশাল থেকে উজিরপুরের দিকে যাচ্ছিলো। রহমতপুর এলাকার কামিনী পেট্রোলপাম্প সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কে পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে।’

স্থানীয় সূত্রে জানা গেছে-  প্রাইভেটকারটি বরিশালের দিক থেকে ঢাকার দিকে যাচ্ছিলো।

কামিনী পেট্রোল পাম্পের সামনে এসে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা খায়। এতে গাড়িটি পুরো দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ২ জন আহত ও ২ জন নিহত হন। আহতদের মধ্যে ১ জন বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে মারা যান। ময়নাতদন্তের জন্য লাশগুলো হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

60 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন