বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ১০:১২ অপরাহ্ণ, ১৭ সেপ্টেম্বর ২০১৬
বরিশাল: প্রেম করে চাচাত বোনকে নিয়ে পালিয়ে গেছেন বরিশালের গৌরনদী পৌর ছাত্রলীগের সভাপতি মিলন খলিফা। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। বিষয়টি তাৎক্ষণিকভাবে জানাজানি না হলেও শনিবার সকাল থেকে পৌর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।’
স্থানীয় সূত্রে জানা গেছে- কয়েক বছর ধরে কাসেমাবাদ মহল্লার হাবিব খলিফার ছেলে মিলন খলিফার সাথে চাচাতো বোন স্বর্না আক্তারের প্রেমের সম্পর্ক চলে আসছিল। স্বর্ণা একই বাড়ির শওকত খলিফার মেয়ে ও বরিশাল বিএম কলেজের ছাত্রী।’
সম্প্রতি স্বর্নার বাবা অন্যত্র তার মেয়েকে বিয়ে দেয়ার জন্য পাত্র দেখা শুরু করলে শুক্রবার গভীর রাতে বাড়ি থেকে স্বর্নাকে নিয়ে পালিয়ে যায় মিলন।’