বরিশাল: বরিশাল নগরী থেকে ৮৫ বোতল ফেন্সিডিলসহ ২ বিক্রেতাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। রোববার সন্ধ্যার দিকে তাদের নগরীর সদর রোডস্থ মোহামেডান স্পোটিং ক্লাবের ভিতর থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারদ্বয় হলেন, নগরীর ১৬ নং ওয়ার্ডের ব্রাউন কম্পাউন্ট রোড এলাকার মোকছেদ আলী সিকদারের ছেলে মাইনুল ইসলাম সিকদার ওরফে মনু সিকদার (৪২) এবং সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের সিরাজ উদ্দিন হাওলাদারের ছেলে মো. জাহাঙ্গীর হোসেন হেনা (৪০)। অভিযান পরিচালনাকারী উপ-সহকারি পরিদর্শক দেলোয়ার হোসেন জানান, ক্লাবের ভেতরে ফেন্সিডিল মজুদ রয়েছে এমন সংবাদে অভিযান চালিয়ে তাদের দুইজনকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে তাদের স্বীকারোক্তি অনুযায়ি একটি কক্ষে তল¬াশি চালিয়ে ৮৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।’
খবর বিজ্ঞপ্তি, বরিশালের খবর