বরিশালের বিভিন্ন স্থানে ফের ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে পরে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আবার কোথাও কোথাও হতে পারে শিলাবৃষ্টি। মেঘ-বৃষ্টির এ খেলা চলতে পরে আগামী কয়েক দিন।
এর আগে শনিবার বেলা সাড়ে ১২টা থেকে সোয়া ১টা পর্যন্ত বরিশালে বজ্রসহ বৃষ্টি হয়। তাছাড়া কোথাও কোথাও শিলাবৃষ্টি হওয়ার খবরও দিয়েছিলো বরিশাল আবহাওয়া অফিস।’
বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক মো. ইউসুফ বরিশালটাইমসকে জানিয়েছেন- লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও কাছাকাছি এলাকায় অবস্থান করছে। অপর একটি লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর ও কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমী লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।”
রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।”
শিরোনামবরিশালের খবর