বরিশাল শহরের নৌ বন্দর এলাকায় অভিযান চালিয়ে বস্তাভর্তি গাঁজা উদ্ধার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় নারী মাদক বিক্রেতাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৬ সেপ্টেম্বর) রাতে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. ইউনুস আলী ফরাজী এই সফল অভিযান চালান।
গ্রেপ্তারকৃতরা হলেন- কুমিল্লা জেলার রাজমঙ্গলপুর গ্রামের মৃত আব্দুর লতিফের ছেলে মো. মহিউদ্দিন ওরফে আবুল কাশেম মিজি (৪৫) এবং বরিশাল শহরের ৫ নম্বর গুচ্ছগ্রাম এলাকার মো. স্বপন হাওলাদারের স্ত্রী মোসা. পারভীন ওরফে নারগিস (৪২)।
অভিযান পরিচালনাকারী ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. ইউনুস আলী ফরাজী বরিশালটাইমসকে জানিয়েছেন- গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে নৌ বন্দর এলাকায় মাদক ক্রয় বিক্রয় হচ্ছে। সেই খবরের ভিত্তিতে অভিযান পরিচলনা করে বস্তাভর্তি ৮ কেজি গাঁজাসহ তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে মাদক বিক্রেতারা জানিয়েছে গাঁজাগুলো নৌপথে বরিশালে নিয়ে আসা হয়। পরবর্তীতে সেগুলো পলাশপুর এলাকার নেওয়ার তৎপরতা চলছিল।
এই ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানা একটি মামলা করেছে।’’
শিরোনামবরিশালের খবর