নিজস্ব বার্তা পরিবেশক:: বরিশাল নগরীর রসুলপুর কলোনীতে অভিযান চালিয়ে বস্তাভর্তি গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতের ওই অভিযানে আটকরা হচ্ছেন স্থানীয় ফারুক হাওলাদারের ছেলে পলাশ হাওলাদার এবং মো. দুলাল গাজীর ছেলে সাদ্দাম গাজী। কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সমীরণ মন্ডল এবং সহকারি উপ-পরিদর্শক (এএসআই) সুমন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘণ্টাব্যাপি কলোনীতে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তারে সফলতা পায়।
থানা পুলিশ জানায়- শুক্রবার বিকেলের পরে খবর আসে শহরের ৯ নম্বর ওয়ার্ড অর্ন্তগত কীর্তনখোলা নদীর চর রসুলপুর কলোনী বড় একটি মাদকের চালান ঢুকছে। এসময় উপ-পরিদর্শক (এসআই) সমীরণ মন্ডল এবং সহকারি উপ-পরিদর্শক (এএসআই) সুমন সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অবস্থান নেন। পরে কলোনীর বেশ কয়েকটি বাসা বাড়িতে তল্লাশি চালিয়ে একটি স্থান থেকে বস্তাভর্তি ৬ কেজি গাঁজা উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে পলাশ হাওলাদার ও সাদ্দাম গাজীকে গ্রেপ্তার করে। এই দুই ব্যক্তি চিহ্নিত মাদক বিক্রেতা এবং গাঁজাগুলো বিক্রির উদ্দেশে বরিশালে নিয়ে আসে বলে জানায় পুলিশ।
এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলার প্রস্তুতি চলছে বলে বরিশালটাইমসকে জানিয়েছেন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম।’
বরিশালের খবর, বিভাগের খবর