৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার

শিরোনাম

বরিশালে বস্তিবাসী ইউনিয়নের বিক্ষোভ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৫:৪৪ অপরাহ্ণ, ১৮ সেপ্টেম্বর ২০১৬

বরিশাল: বসত ভিটার স্থায়ী বন্দোবস্থ, কাজের ব্যবস্থাসহ ১৫ দফা দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে বরিশাল বস্তিবাসী ইউনিয়ন। রবিবার সকাল সাড়ে দশটায় অশ্বিনী কুমার হল চত্বরে এই সমবেশে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক মো. নূর হোসেন হাওলাদার।’

 
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সদস্য জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি এ্যাডভোকেট একে আজাদ বলেন, কীর্তনখোলা নদীর বুকে জেগে ওঠা চড়ায় মাথা গোঁজার ঠাঁই নিয়েছেন সর্বহারা ভূমিহীন পরিবার। তাদের হটিয়ে আদালতে মিথ্যা তথ্য উপস্থাপন করে এই চরের জমি দখলে নিয়েছেন প্রভাবশালরা।

 

উপেক্ষিত হচ্ছেন প্রকৃত ভূমিহীনরা। সরকারের নিয়ম অনুযায়ী প্রকৃত ভূমিহীনদের মধ্যে এই জমি বন্টনসহ বস্তিবাসীদের জীবন মান উন্নয়নে ১৫ দফা দাবী বাস্তবায়নের কর্তৃপক্ষের প্রতি আহবান করেন।’

 
এসময় আরো বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক অধ্যাপক আকমো মিজানুর রহমান সেলিম, বস্তিবানি ইউনিয়নের জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. বাবুল ঢালী, ছাত্রইউনিয়ন জেলা সংসদের সভাপতি শারমিন জাহান পপিসহ অন্যরা।’

28 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন