নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: কালো দিবসের কর্মসূচিতে পুলিশের হামলা-গ্রেফতার এবং সারাদেশে বাম জোটের সমাবেশে বাঁধার প্রতিবাদে বরিশালে প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে জেলা বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
জেলা বাম গণতান্ত্রিক জোটের আহবায়ক দেওয়ান আব্দুর রশিদ নিলুর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ইউনাইটেড কমিউনিস্ট লীগের সম্পাদক মন্ডলীর সদস্য মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুস ছাত্তার, জেলা কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি অ্যাডভোকেট একে আজাদ ও সম্পাদক অধ্যাপক আ.ক.ম মিজানুর রহমান সেলিম, ইউনাইটেড কমিউনিস্ট লীগের বরিশাল মহানগর সম্পাদক অধ্যাপক জলিলুর রহমান, জেলা বাসদ সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, নৃপেন্দ্র নাথ বাড়ৈ ও নবীন আহমেদ প্রমুখ।
সমাবেশে শেষে অশ্বিনী কুমার হলের সামনে থেকে বাম গনতান্ত্রিক জোটের একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।