১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বরিশালে বাল্যবিয়ের দায়ে জেল-জরিমানা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৩:৫৫ অপরাহ্ণ, ০৭ জুন ২০১৬

বরিশাল: বরিশালের আগৈলঝাড়া উপজেলায় একাধিক জালিয়াতির আশ্রয় নিয়ে প্রশাসনের বাধার পরও বাল্যবিয়ের দায়ে বরের বাবা ও কনের মামাকে জেল ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবী চন্দর আদালত বরের বাবা কামাল ওরফে কোমল সরদার ও বিয়ের স্বাক্ষী কনের মামা গৌরনদী উপজেলা ধুরিয়াইল গ্রামের ইউনুস আলী সরদারের ছেলে আল আমিন সরদারকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা করেন।

আদালত সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের কান্দিরপাড় গ্রামের কামাল ওরফে কোমল সরদারের অপ্রাপ্তবয়স্ক দিনমজুর ছেলে সুজন সরদারের সঙ্গে বিয়ে হয় পার্শ্ববর্তী বড় বাশাইল গ্রামের বাবুল বেপারীর মেয়ে ও বাশাইল মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পাশ করা ছাত্রী রুমা আক্তারের। গত ৩ জুন রাতে গোপনে বিয়ের কাজ সম্পন্ন করা হয়। বিয়ের রাতে বরপক্ষের লোকজন মেয়ের বাড়িতে গিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার সময় স্থানীয় ইউপি সদস্য আবুল খায়ের মোল্লার মাধ্যমে বাল্যবিয়েতে বাধা প্রদান করেও ব্যর্থ হন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবী চন্দ।

এরপর গতকাল সোমবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক দেবী চন্দ অভিযুক্তদের আটক করে আদালতে হাজির করেন। তাঁর সঙ্গে ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিপীকা রানী সেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, জসীম সরদার, আগৈলঝাড়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক তপন বসু। এ সময় বরের বাবা কামাল ওরফে কোমল সরদার ও বিয়ের স্বাক্ষী কনের মামা গৌরনদী উপজেলা ধুরিয়াইল গ্রামের ইউনুস আলী সরদারের ছেলে আল আমিন সরদারকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা করেন। আদালতে জরিমানা প্রদানের পর আজ মঙ্গলবার সকালে দণ্ডপ্রাপ্তদের জেল হাজতে পাঠানো হয়েছে।

25 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন