বরিশাল: বরিশালের কাশিপুরে বাসচাপায় অজ্ঞাতপরিচয় এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) ফয়সাল আহম্মেদ জানান, সন্ধ্যায় সাইকেলে ওই যুবক বরিশাল-ঢাকা মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন।
পথে কাশিপুর এলে বরিশালগামী একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর বিজ্ঞপ্তি, বরিশালের খবর