১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

বরিশালে বাসের ধাক্কায় নারী নিহত

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৩:৩১ অপরাহ্ণ, ২৭ এপ্রিল ২০১৬

বরিশাল: বরিশাল নগরীতে যাত্রীবাহি বাসের ধাক্কায় ফাতেমা বেগম (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। বুধবার বেলা সাড়ে ১২ টার দিকে নগরীর মুখার্জী বাড়ির পুল এলাকায় লাখোটিয়া সড়কের দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ। তবে চালক পলতক রয়েছে।
নিহত ফাতেমা বেগম নামে ওই নারীর বাড়ি সদর উপজেলার কাশিপুর কাশীপুর ইউনিয়নের বিল্ববাড়িতে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) আবু সালেহ মো. রায়হান বরিশালটাইমসকে জানান, ফাতেমা বেগম রাস্তার পাশে দাড়িয়ে ছিলেন। এসময় বরিশাল নগরীর নতুনবাজার থেকে বাবুগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি বাস তাকে ধাক্কা দেয়।
এতে তিনি গুরুতর আহত হলে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল (শেবাচিম) হাসপাতালে নেয়া হয়। সেখানে জরুরী বিভাগের চিকিৎসক ডা. সৌরভ সূতার তাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম বরিশালটাইমসকে জানান, এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

27 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন