বরিশাল-ঢাকা মহাসড়কে বুধবার (২৯ জুন) দিবাগত রাতে বরিশালের গৌরনদী উপজেলার কাছেমাবাদ এলাকায় নৈশ কোচ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে নারীসহ অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছে।
গুরুতর আহত ৮ যাত্রীকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গৌরনদী হাইওয়ে পুলিশ সুত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ৮টার সময় ঢাকার যাত্রাবাড়ি থেকে মেঘনা পরিবহন ( ঢাকা মেট্রো-ব-১৪-১১৭৮) ৬৩ জন যাত্রী নিয়ে দশমিনার উদেশ্যে ছেড়ে আসে।
রাত পৌনে ১টার দিকে গৌরনদীর কাছেমবাদ বাসষ্টান্ডের উত্তর পাশে পৌঁছলে সিমেন্ট বোঝাই বিকল ট্রাক অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশের খাদে পড়ে।
গৌরনদী ফায়ার সার্ফিসের কর্মীরা ও গৌরনদী হাইওয়ে থানা পুলিশ এলাকাবাসিদের সহযোগীতায় বাসের মধ্যে আটকে পরা যাত্রীদের উদ্ধার করে।
গুরুতর আহত অবস্থায় ইসমাইল হোসেন, অধীর শীল, কানাই সিকদার, দেলোয়ার হোসেন, ছায়মা বেগম, আবু তালেব, কবির হোসেন, তানিয়া বেগম গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
খবর বিজ্ঞপ্তি, বরিশালের খবর