বরিশালের বাবুগঞ্জ উপজেলায় যাত্রী পরিবহনকারী বাসের সাথে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ৬ জন গুরুতর আহত হয়েছেন।
এ ঘটনাটি ঘটেছে রোববার সকাল ১১টায় উপজেলার রাকুদিয়া নতুন হাট নামক এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে।
দুর্ঘটনায় আহতরা হলেন- মাহিন্দ্রা চালক মো. গোলাম মোস্তফা (৪০) সুরমা (৩০) বুলবুলি (৩২) আলেয়া বেগম(৫০) এবং খোকন হাওলাদার (২০)।’
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে- বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া স্টেশন থেকে একটি আলফা-মাহিন্দ্রা ৬৭জন যাত্রী নিয়ে বরিশাল উদ্দেশে রওয়ানার প্রস্তুতি নিচ্ছিল। ওই সময় বিপরীত থেকে ঢাকাগামী ইসলাম পরিবহন নামে যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংর্ঘষে আলফা মাহিন্দ্রাটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় আলফা-মাহিন্দ্রায় থাকা যাত্রীরা গুরুতর আহত হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়।
এই ঘটনায় বাবুগঞ্জ থানা পুলিশ বাসটিকে আটক করলেও চালক পালিয়ে গেছেন।
শিরোনামবরিশালের খবর