বরিশালের বাবুগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় (থ্রি-হুইলার যানবাহন) মাহিন্দ্রর এক যাত্রী নিহত হয়েছেন। এতে মাহিন্দ্রা চালকসহ ৬ যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) বেলা ১০টার দিকে উপজেলার রহমতপুর এলাকায় বরিশাল ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম সুশীল (৪৫)। তিনি বাবুগঞ্জ উপজেলার ঘোষকাঠি এলাকার সুরেনের ছেলে।
বরিশাল বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বরিশালটাইমসকে জানান, বাবুগঞ্জ থেকে ৭ জন যাত্রী নিয়ে মাহিন্দ্রটি বরিশালের উদ্দেশে আসছিল। দুর্ঘটনা কবলিত স্থান রহমতপুর অতিক্রম কালে মাহিন্দ্রটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
এসময় যাত্রীবাহীর বাসের ধাক্কায় মাহিন্দ্রতে থাকা সুশীল রাস্তায় ছিটকে পড়লে বাসটি তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এই ঘটনায় বাসটিকে আটক করা হয়েছে। তবে চালক হেলপার পালিয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’
শিরোনামবরিশালের খবর