বরিশালের উজিরপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও লরির সংঘর্ষে মো. জহিরুল (২০) নামে বাসের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত অারও ১৫ জন।
নিহত জহিরুল বরগুনার আমতলী উপজেলার সুলতান ফরাজির ছেলে। তিনি দুর্ঘটনা কবলিত বাসের হেলপার ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (০২ জুলাই) দিনগত রাত ২টার দিকে উজিরপুরের নতুন শিকারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গৌরনদী হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুর রউফ বরিশালটাইমসকে জানান, বরিশালগামী একটি যাত্রীবাহী সাকুরা পরিবহনের বাস উজিরপুর নতুন শিকারপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা লরির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের হেলপার নিহত হন। আহত হন কমপক্ষে ১৫জন।
আহতদের উদ্ধার করে স্থানীয় ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে।’
শিরোনামবরিশালের খবর