বরিশালটাইমস, ডেস্ক
প্রকাশিত: ০২:৫১ অপরাহ্ণ, ০৪ আগস্ট ২০২৪
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছে। পাশাপাশি দলীয় কার্যালয়ের সামনে থাকা দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ঘটেছে। রোববার (৪ আগস্ট) দুপুর ১টার দিকে নগরের সদর রোডস্থ বিএনপির এ দলীয় কার্যালয়টিতে হামলা চালানো হয়। তবে এ সময় দলীয় কার্যালয়টি বন্ধ থাকায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
তারা জানান, হঠাৎ দুপুর ১টার দিকে নগরের সদর রোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ে কয়েকশ ছাত্রলীগের নেতাকর্মী জড়ো হন। এ সময় তারা দলীয় কার্যালয়ে ইট-পাটকেল নিক্ষেপ করেন এবং পিটিয়ে দরজা-জানালার গ্লাস ভাঙচুর করেন। পরে তারা সেখানে থাকা বিএনপির নেতাকর্মীদের কিছু ব্যানার-পোস্টার ছিঁড়ে এবং দুটি মোটরসাইকেল ভাঙচুর করে তাতে অগ্নিসংযোগ করেন। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা সদর রোডে মিছিল করেন।