বরিশালে বিদ্যালয় ঘেঁষে দোকান, ঢুকছে না আলো-বাতাস
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার আলিমাবাদ ইউনিয়নে পূর্ব আলিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ ঘেঁষে দোকানঘর তৈরির অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য ঝর্ণা বেগমের পরিবারের বিরুদ্ধে। এতে শ্রেণিকক্ষে আলো-বাতাস ঢুকতে পারছে না।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম জানান, মহসিন মিয়াজির বাড়ি লাগোয়া বিদ্যালয়টি অবস্থিত। স্থানীয় মো. শাহজাহান মাস্টারের দান করা জমিতে বিদ্যালয়টি ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হয়।
মিয়াজি পরিবার দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের পুরো জমির মালিকানা দাবি আসছে। এ নিয়ে সালিশও হয়। তিনি অভিযোগ করেন, কিছুদিন আগে ইউনিয়নের পাকা সড়ক ও বিদ্যালয়ের মাঝে অবস্থিত ১০ শতাংশ জমিতে ৬টি দোকানঘর তৈরি করেছেন মহসিন মিয়াজি। এতে শ্রেণিকক্ষের সব জানালা বন্ধ হয়ে গেছে।
মহসিন মিয়াজি দাবি করেন, শাহজাহান মাস্টার অন্য দাগের জমি দান করেছেন। সেখানে বিদ্যালয় স্থাপন না করে মো. শাহাবুদ্দিন, গণি মাস্টার ও মুনসুর মাস্টারসহ কয়েকজনের জমিতে স্থাপন করা হয়। পরে তিনি ওই মালিকের কাছ থেকে জমি কিনেছেন।
ইউপি সদস্য রিয়াজ হাওলাদার ও সাবেক সদস্য আবুল হোসেন জানান, শাহজাহান মাস্টারের দানের জমিতে ১৯৮৫ পূর্ব আলিমাবাদ রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
অনেক পরে মহসিন মিয়াজি উদ্দেশ্যমূলকভাবে কয়েকজনের কাছ থেকে শুধু কাগজ কিনেছেন। বাস্তবে জমি নেই। তিনি বিদ্যালয়টি ধ্বংসের ষড়যন্ত্র করছেন।আলিমাবাদ ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, জমি দখলের বিষয়টি ঊর্ধ্বতন মহলে জানানো হয়েছে।
সংরক্ষিত ওয়ার্ড সদস্য ঝর্ণা বেগম ও তাঁর স্বামী মহসিন মিয়াজি দাবি করেন, তাঁরা ক্রয়সূত্রে বিদ্যালয়ের ৫৮ শতাংশ জমির মালিক। বিদ্যালয় কর্তৃপক্ষ জোরপূর্বক তাঁদের জমি দখলে রেখেছে। দোকান তৈরি করে আপাতত ১০ শতাংশ দখলে নিয়েছেন।
আলিমাবাদ ইউনিয়নের উপসহকারী ভূমি কর্মকর্তা (তহশিলদার) মো. সবুর মিয়া বলেন, তদন্তে দেখা গেছে, পূর্ব আলিমাবাদ প্রাথমিক বিদ্যালয়ের পাশ দিয়ে ১২ ফুট প্রশস্ত পাকা সড়কটি পাউবোর বাঁধের ওপর নির্মিত।
বাঁধ নির্মাণের জন্য পাউবো জমি অধিগ্রহণ করলেও রেকর্ড আগের মালিকদের নামেই রয়ে গেছে। সড়ক ও বিদ্যালয়ের মধ্যবর্তী স্থানের দখল হওয়া জমিটিও বিদ্যালয়ের মলিকানা থেকে পাউবোর অধিগ্রহণভুক্ত।
ইউএনও মো. নুরুন্নবী বলেন, তিনি জেনেছেন বিদ্যালয় থেকে অধিগ্রহণ করা পাউবোর জমিতে কয়েকটি দোকান করেছেন মহসিন মিয়াজি। এতে বিদ্যালয়ের পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
বরিশালের খবর, বিভাগের খবর