নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশালের বাবুগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে উপজেলার রমজানকাঠি গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- ওই গ্রামের মৃত রজব আলী হাওলাদারের ছেলে মো. কামাল হোসেন (৪০) এবং তার স্ত্রী মমতাজ বেগম (৩০)। তাদের ৩ মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে।
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিবাকর চন্দ্র বরিশালটাইমসকে জানান- বাড়ির পাশে খেতে পাট তুলতে গিয়ে ছিড়ে পড়ে থাকা তার শরীরে জড়িয়ে আহত হন মমতাজ বেগম। তাঁকে বাঁচাতে গিয়ে স্বামী কামাল হোসেনও বিদ্যুৎস্পৃষ্ট হন।
তাদের দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা পার্শ্ববর্তী উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে ডিউটিরত চিকিৎসক মাকসুদুর রহমান তাদের পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।’
লিড নিউজবরিশালের খবর