১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বরিশালে বিদ্যুৎস্পৃষ্টে পুলিশ কনস্টেবল নিহত

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৯:১৫ অপরাহ্ণ, ১৬ মে ২০১৬

বরিশাল: বরিশালে রেঞ্জ রিজার্ভ ফোর্সের পুলিশ কনস্টেবল মো. মাহাবুব (২৫)  বিদ্যুৎস্পৃষ্টে নিহত হয়েছেন। সোমবার  রাত পৌঁনে ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার।

নিহত মাহাবুবের বাড়ি সাতক্ষীরাতে। তার কনস্টেবল নম্বর -৫২৭।

বরিশাল রেঞ্জ রিজার্ভ ফোর্স ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন জানান, বিকেলে ফুটবল খেলার পরে সন্ধ্যায় অনেক সদস্য নামাজ পড়তে গিয়েছিলেন। তবে মাহাবুব ব্যারাকেই অবস্থান করছিলেন। নামাজ শেষে তারা ব্যারাকে ঢুকে দেখেতে পান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাহাবুব মেঝেতে পড়ে আছেন।

এসময় তাকে দ্রুত উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. আবিদ জানান, পথেই মাহাবুরের মৃত্যু হয়।

21 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন