বরিশালে বিদ্যুৎ সংযোগ চালু ও পানি সরবরাহ নিশ্চিত করার দাবিতে বাসদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: অবিলম্বে বরিশাল মহানগরে সকল সড়কবাতিতে বিদ্যুৎ সংযোগ চালু ও পানি সরবরাহ নিশ্চিত করার দাবিতে বাসদের বিক্ষোভ “বরিশাল মহানগর পানিবিহীন ও বিদ্যুৎবিহীন কেন?”- এই স্লোগানকে সামনে রেখে ও অবিলম্বে বরিশাল মহানগরে সকল সড়কবাতিতে বিদ্যুৎ সংযোগ চালু ও পানি সরবরাহ নিশ্চিত করার দাবিতে আজ ২২শে সেপ্টেম্বর অশ্বিনী কুমার হল চত্বরে বাসদের বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ বরিশাল জেলা ফোরামের সদস্য দুলাল মল্লিক।
বক্তব্য রাখেন বাসদ বরিশাল জেলা ফোরামের সদস্য মানিক হাওলাদার, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বরিশাল জেলা শাখার সহ-সভাপতি মাফিয়া বেগম, ২ নং ওয়ার্ড শাখার সভাপতি শানু বেগম, বাসদ ১১ নং ওয়ার্ড শাখার সভাপতি শহিদুল ইসলাম, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, বাসদ ১৩ নং ওয়ার্ড শাখার সভাপতি শহিদুল ইসলাম, বাসদ ২২ নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক রুবেল হাওলাদার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য লামিয়া সাইমুন প্রমুখ।
বক্তারা বলেন, নগরীর কেন্দ্র থেকে প্রান্তের সকল নাগরিকরা সিটি কর্পোরেশনকে নিয়মিত উচ্চহারে হোল্ডিং ট্যাক্স ও পানির বিল পরিশোধ করছে। তবুও নগরীতে আকস্মিকভাবে সকল সড়কবাতিতে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন ও পানি সরবরাহ বন্ধ করা হয়েছে যা সিটি কর্পোরেশনের যথাযথ দায়িত্ব পালনে ব্যার্থতারই পরিচয় বহন করে।
বিদ্যুৎ ও পানি বন্ধের মধ্য দিয়ে নগরবাসী সীমাহীন দুর্ভোগে পড়েছে। বক্তারা অবিলম্বে নগরবাসীর দুর্ভোগ লাঘবে সিটি কর্পোরেশনকে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার আহবান জানান ও অবিলম্বে সকল সড়কবাতিতে বিদ্যুৎ পুনঃসংযোগ ও পানি সরবরাহের লাইন চালু করার দাবি জানান।
বরিশালের খবর, বিভাগের খবর