বরিশালটাইমস, ডেস্ক
প্রকাশিত: ০৫:২৯ অপরাহ্ণ, ১১ আগস্ট ২০২৪
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালে মেহেন্দিগঞ্জ উপজেলার ১২নং দড়িচর খাজুরিয়া ইউনিয়নের মাঝের চর গ্রামে শনিবার রাত সাড়ে ৩টায় এই ঘটনা ঘটে। জানা যায়,ঝের চর গ্রামের বিধবা নারী মোসা: সাহিদা বেগম (৫০) স্বামী মৃত আনসার খান, বিধবা নারী তার নিজ বসত ঘরে ঘুমিয়ে ছিলেন, এই সময় একই গ্রামের বাসিন্দা হারুন বেপারী (৬৫) সাহিদা বেগম কে জ্বালানার ফাঁক দিয়ে হাত দিয়ে ধর্ষণের চেষ্টা উত্ত্যক্ত করে।
পরে সাহিদা বেগম হারুন বেপারী কে দেশি দা দিয়ে হাতে আগাত করে রক্তাক্ত জখম করে। বিষয় টি এলাকায় জানাজানি হলে তোলপাড় শুরু হয় এবং সাধারণত জনগণের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। পরবর্তীতে শনিবার সকাল ৯টার সময় ধর্ষণ চেষ্টার প্রতিবাদে এলাকাবাসী জুতার মিছিল করেন। এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানার ওসি ইয়াসিনুল হক বলেন, অপরাধী যেই হোক না কেন আমরা অভিযোগ পেলে তাকে আইনের আওতায় আনবো।b