সাইদুল ইসলাম, মাহাদী হাসান::: বরিশাল অঞ্চলের চাষ উপযোগী ‘বিনা উদ্ভাবিত প্রযুক্তি সমূহের পরিচিতি ও চাষাবাদ কৌশল’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বরিশালের বাবুগঞ্জের রহমতপুর পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্রের প্রশিক্ষণ কার্যালয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট উপকেন্দ্রের আয়োজনে এবং ময়মনসিংহ (প্রশিক্ষণ ও পরিকল্পনা) বিনা পরিচালক ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ (বিনা) মহাপরিচালক ড. বীরেশ কুমার গোস্বামী। বিশেষ অতিথি ছিলেন বরিশাল ব্রি আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের সিএসও ড. মো. আলমগীর হোসেন ও বরিশাল আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের সিএসও ড. মো. সামসুল আলম।
কর্মশালায় স্বাগত বক্তব্যে বরিশাল আঞ্চলিক বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. বাবুল আখতার বরিশাল অঞ্চলে চাষের উপযোগী বিভিন্ন জাতের ধান, মুগ ডাল ও সরিষা চাষের কলাকৌশল সম্পর্কে ধারণা দেন এবং এসব ফসলের গুণাবলীর উপর আলোকপাত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি (বিনা) মহাপরিচালক ড. বীরেশ কুমার গোস্বামী বলেন, সরকার খাদ্যের পুষ্টিগত মান বৃদ্ধির দিকে নজর দিয়েছে। বিজ্ঞানীরা বিভিন্ন জাতের ধান উদ্ভাবিত প্রযুক্তি নিয়ে কাজ করে যাচ্ছে। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে আবাদি জমি কমছে। তাই বিনা গবেষণার মাধ্যমে বেশি ফলনশীল জাত উদ্ভাবনের চেষ্টা করে যাচ্ছে।
কর্মশালায় বরিশাল বিভাগের ৬ জেলার বিভিন্ন পর্যায়ের ৬০ জন কৃষি কর্মকর্তা অংশগ্রহণ করেন।
বরিশালের খবর, বিভাগের খবর