বরিশালে বিভাগীয় পর্যায় শ্রেষ্ঠ ডিসি জসীম উদ্দীন হায়দার
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় বিভাগীয় পর্যায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, ব্যক্তি ও প্রতিষ্ঠান বাছাই কমিটির সভাপতি বিভাগীয় কমিশনার অতিরিক্ত সচিব আমিন উল আহসান স্বাক্ষরিত তালিকা থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
২০২২ সালে প্রাথমিক পর্যায়ে বিশেষ অবদান রাখায় ওই তালিকায় ২১ জনকে নানা ক্যাটাগরীতে শ্রেষ্ঠত্ব প্রদান করা হয়।
জেলা প্রশাসক ক্যাটগরিতে বরিশালের জসীম উদ্দীন হায়দার পরাকাষ্ঠা লাভ করেছেন।
বরিশাল জেলা প্রশাসকের এ অর্জনে প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। সেই সাথে বাছাই কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।’
বরিশালের খবর, বিভাগের খবর