বরিশাল: বরিশাল নগরীর রুইয়ার পোল এলাকা থেকে একটি বিরল প্রজাতির সাপ আটক করেছে সর্পরাজ মান্না পাহাড়ী নামে এক ব্যক্তি। সোমবার প্রায় ৬ ফুট দৈর্ঘ্যরে এই সাপটি আটক করা হয়। সাপাটির নাম গড়াই বলে জানিয়েছেন সর্পরাজ।’
নগরীর জিয়া সড়ক এলাকার বাসিন্দা মান্না পাহাড়ী জানান, এর আগেও দেশের বিভিন্ন প্রান্তে বনজঙ্গলে তল¬াশি চালিয়ে নানা প্রজাতির সাপ আটক করেছেন। কিন্তু এ ধরনের সাপ এবারই তিনি প্রথম আটকে সফলতা পেলেন।’
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি চালতা গাছে এক ব্যক্তি উঠে দেখতে পান পাশ্ববর্তী আমগাছে বিরল প্রজাতির সাপটি ঝুলছে। বিষয়টি তৎক্ষনাত সর্পরাজ মান্না পাহাড়ীকে মুঠোফোনে অবহিত করলে তিনি গিয়ে আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে সাপটি আটক করেন।’
এই আটকের খবরে সাপটি হাজার হাজার লোক জড়ো হয়। মান্না পাহাড়ীর ভাষ্য হচ্ছে, সাপ ধরাই তার পেশা। সেটি যদি বিরল প্রজাতির হয় তাতে আনন্দটা আরো বেড়ে যায়।’
টাইমস স্পেশাল, বরিশালের খবর