বরিশাল: বরিশালের মুলাদী উপজেলায় একটি বিল থেকে সুমন হাওলাদার (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা ১২টার দিকে উপজেলার সফিপুর ইউনিয়নের একতা বাজার এলাকায় থেকে এ লাশ উদ্ধার করা হয়।
সুমন হাওলাদার পাশ্বর্তী কায়েদমারা গ্রামের আব্দুর রব মিয়ার ছেলে।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান বরিশালটাইমসকে জানান, সুমনের লাশ স্থানীয়রা বিলে পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরবর্তীতে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি আরও জানান, এই যুবক নেশায় প্রায়শই আসক্ত থাকতো। ফলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত নেশার কারণে তার মৃত্যু হয়েছে।’
এর বেশি ময়নাতদন্ত প্রতিবেদন ছাড়া বলা যাচ্ছে না। তবে সেখানে ভিন্ন কিছু পাওয়া গেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।’
খবর বিজ্ঞপ্তি, বরিশালের খবর