১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

বরিশালে বিশ্বসাহিত্য কেন্দ্র পাঠচক্রের জমপেশ আড্ডা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৮:০০ অপরাহ্ণ, ১১ ফেব্রুয়ারি ২০১৭

বরিশালের আলোকিতজনদের সাথে জমজমাট এক প্রাণবন্ত আড্ডা দিয়েছেন “আলোকিত মানুষ চাই” আন্দোলনের স্বপ্নদ্রষ্টা এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। বিশ্বসাহিত্য কেন্দ্র পাঠচক্রের উদ্যোগে শুক্রবার রাতে বরিশাল সরকারি বিএম কলেজ মিলনায়তনে জমকালো ওই বিশেষ আড্ডা অনুষ্ঠিত হয়।

 

বিশ্বসাহিত্য কেন্দ্র পাঠচক্রের সমন্বয়কারী বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার ড. বাহাউদ্দিন গোলাপের সঞ্চালনা ও সভাপতিত্বে অনুষ্ঠিত আলোকিতজনদের ওই বিশেষ আড্ডায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট কথাসাহিত্যিক ও মিডিয়া ব্যক্তিত্ব আলী ইমাম, বরিশাল শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মুহঃ জিয়াউল হক, সরকারি বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর স.ম ইমানুল হাকিম, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি এ্যাডভোকেট এস.এম ইকবাল, সংস্কৃতিজন মুকুল দাস, বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের বরিশাল বিভাগীয় সাধারণ সম্পাদক আরিফ আহমেদ মুন্না, কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (বাকবিশিস) বরিশাল মহানগর সম্পাদক প্রভাষক মোঃ মনিরুল ইসলাম, জেলা শিক্ষক সমিতির নেতা প্রভাষক তপন কুমার বৈরাগী, পাঠচক্রের ঝালকাঠি জেলা সমন্বয়কারী সাংবাদিক পলাশ রায়, পাঠচক্রের শিক্ষা প্রতিষ্ঠান শাখা সমন্বয়কারী মো. লোকমান হোসেন, ইয়াসির আরাফাত, প্রজ্ঞা পারমিতা বোস, ছোটন্দ্রনাথ চক্রবর্তী প্রমুখ।

 

এসময় বিশ্বসাহিত্য কেন্দ্র পাঠচক্রসহ বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে “আলোকিত মানুষ চাই” শীর্ষক সামাজিক গণআন্দোলনের জনক এবং কথার যাদুকরখ্যাত অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদকে ফুলেল গণসংবর্ধনা প্রদান করা হয়।’’

60 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন