বরিশাল: “দুধ পান করুন সুস্থ্য থাকুন” এই স্লোগানকে সামনে রেখে বনার্ঢ্য আয়োজনের মধ্য দিয়ে বরিশালে পালিত হয়েছে বিশ্ব দুগ্ধ দিবস। দিবসটি পালন উপলক্ষে বিভাগীয় প্রানী সম্পদ দপ্তর এর আয়োজনে ও বিভাগীয় ও জেলা প্রশাসনের সহয়োগিতায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিভাগীয় প্রানী সম্পদ দপ্তরের পরিচালক কৃষিবিদ মানবেন্দ্র লাল সাহা এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মো. গাউস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেণ বরিশাল জেলা প্রশাসক ড. গাজী মোঃ সাইফুজ্জমান।
এর আগে সকাল ৮টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে থেকে এক র্যালী বের হয়। র্যালীটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদিক্ষিন করে পূনরায় টাউন হলে এসে শেষ হয়।
বরিশালের খবর