১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

বরিশালে বিশ মণ জাটকা ও পাঁইজাল জব্দ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১১:০৯ পূর্বাহ্ণ, ০৯ এপ্রিল ২০১৬

বরিশাল: বরিশাল নগরীর তালতলি বাজার থেকে ২০ মণ জাটকা এবং নয়াভাঙ্গুলী নদী থেকে  লক্ষাধিক টাকা মূল্যের পাঁই জাল জব্দ করেছে কোষ্টগার্ড। পৃথক অভিযানে শনিবার সকাল সাড়ে নয়টায় জাটকা ও পাঁই জাল জব্দ করা হয়।

কোষ্টগার্ড  গোয়েন্দা স্টাফ আ. ছাত্তার জানান, তাদের বগুড়া জাহাজ নয়াভাঙ্গুলী নদতে অভিযান চালিয়ে পাঁইজাল আটক করে। এসময় জেলেরা সবাই পালিয়ে যায়। জাল উদ্ধার করে বরিশালে আনা হচ্ছে।’

অপরদিকে, সকাল সড়ে ৯টায় শহরতলীর তালতলি বাজারে অভিযান চালিয়ে ২০ মণ জাটকা জব্দ করা হয়। জব্দ করা পাঁইজাল পোড়ানো হবে এবং জাটকা বিতরণ করা হবে দুঃস্থদের মধ্যে বলে জানান এই গোয়েন্দা ষ্টাফ।’

27 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন