নিজস্ব বার্তা পরিবেশক:: বরিশাল নগরীর বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা বিশ্বপতি চ্যাটার্জী (৭৫) পরলোকগমন করেছেন। (২০ মার্চ) শুক্রবার রাত ১২টার দিকে শেবাচিম হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিশ্বপতি চ্যাটার্জী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সমকাল ব্যুরো চিফ পুলক চ্যাটার্জীর বাবা। সিনিয়র সাংবাদিকের পিতার মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
উল্লেখ তিন মাস পূর্বে বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি পুলক চ্যাটার্জীর মাতাও পরলোকগমন করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে- বিশ্বপতি চ্যাটার্জী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গত বছরের শেষের দিকে তার স্ত্রীর মৃত্যুর পরে তিনি বেশি ভেঙে পড়েন। শহরের সরকারি বরিশাল কলেজ এলাকার নিজ বাড়িতে রেখে তার চিকিৎসা চলছিল। শনিবার গভীর রাতে তিনি আকস্মিক অসুস্থ হয়ে পড়লে স্বজনেরা উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ বাড়িতে নিয়ে আসলে শোকাহত পরিবারকে সমবেদনা জানাতে ছুটে যান বরিশালের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ।
শনিবার বেলা ১১টার দিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে তাকে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার দেওয়া হয়। এবং এই মুক্তিযোদ্ধার কফিনে বিভিন্ন সংগঠনের পক্ষে শেষ শ্রেদ্ধাস্বরুপ ফুল নিবেদন করা হয়। পরে বেলা ১২টার দিকে শহরের কাউনিয়া এলাকার মহাশ্মশানে অন্ত্যোষ্টিক্রিয়া করে স্বজনেরা।
বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করে তার আত্মার শান্তি কামনা করেছেন বরিশাল ১ আসনের এমপি (মন্ত্রী) আবুল হাসানাত আব্দুল্লাহ, পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল জাহিদ ফারুক শামীম এমপি, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়বাত সাদিক আব্দুল্লাহ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মধু প্রমুখ।
বরিশালের খবর, বিভাগের খবর