৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

বরিশালে বৃদ্ধার রক্তাক্ত লাশ উদ্ধার

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১১:০৪ অপরাহ্ণ, ১৬ মে ২০১৬

বরিশাল: জেলার উজিরপুর উপজেলায় ফাতিমা বেগম (৯৫) নামে এক বৃদ্ধার রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমাবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বামরাইল ইউনিয়নের কালিহাতা গ্রাম থেকে এ লাশ উদ্ধার করা হয়।’

ফাতিমা বেগম ওই গ্রামের সেরাজ উদ্দিন দফাদারের স্ত্রী।

পুলিশের দাবি, লাশের গায়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ফলে প্রাথমিকভাবে ধারণা করছেন এটি হত্যাকান্ড। তবে কে বা কারা এ হত্যাকান্ডের সাথে জড়িত তা তাৎক্ষণিক নিশ্চিত হতে পারেনি পুলিশ।

নিহত ফাতিমা বেগমের ছেলে নেছার উদ্দিন দফাদার জানান, তিনি তার স্ত্রীকে নিয়ে কৃষি বিভাগের একটি প্রশিক্ষণের জন্য বাইরে ছিলেন। সন্ধ্যার পর বাড়িতে ফিরে ঘরে ঢুকে পিছনের খাটে তার মাকে শোয়া অবস্থায় দেখেন। এসময় ডাক দিলে সাড়া না দেয়াতে কাছে গিয়ে শরীরে বিভিন্ন স্থানে রক্ত দেখতে পান।

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সরোয়ার জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল (শেবাচিম) হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। সেই সাথে একটি হত্যা মামলাও দায়ের করার প্রস্তুতি নেয়া হয়েছে।’

68 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন