১২ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম
ঝালকাঠিতে প্রেমিকার আনা নুডুলস খেয়ে প্রেমিকের মৃত্যু পিরোজপুরে গ্রাম পুলিশের বিরুদ্ধে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ বরিশাল-রাজশাহীর ম্যাচ দিয়ে পর্দা উঠবে বিপিএলের শোকজের পরেও থামছে না বিদ্যালয়ের অনিয়ম, শোকজ করেই দায় সেরেছেন কর্মকর্তারা ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশনে অর্থঋন মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার পিরোজপুরে ১০৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ২ প্রতিষ্ঠানকে জরিমানা মঠবাড়িয়ায় নকল ও ভেজাল কৃষি উপকরনের প্রভাব বিষয়ে সচেতনা সভা যৌথবাহিনীর ওপর অ্যাসিড নিক্ষেপের ঘটনায় যুবলীগের সুমন গ্রেপ্তার ভোলায় মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে প্রাণ গেল ২ বন্ধুর

বরিশালে বৃষ্টি হলেই শ্রেণিকক্ষে জমে পানি, পাঠদান ব্যাহত

বরিশালটাইমস, ডেস্ক

প্রকাশিত: ০৮:৫৪ অপরাহ্ণ, ২৫ সেপ্টেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের মুলাদীতে বৃষ্টি হলেই চরডিক্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পানি পড়ে। এতে ব্যাহত হয় পাঠদান।

আজ বুধবার সারা দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে পাঠদান করতে পারেননি শিক্ষকেরা। শিক্ষার্থীদের বই–খাতা ও ব্যাগ ভিজে একাকার হয়ে গেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম বলেন, ১৯৯৮-৯৯ অর্থবছরে বিদ্যালয়টির দুটি টিনশেড ভবন নির্মাণ করা হয়। ২০১২ সালের দিকে বর্ষায় টিনের চালা দিয়ে পানি পড়া শুরু হলে উপজেলা প্রশাসন কয়েকটি টিন পরিবর্তন করে দেয়। এরপরে এক যুগ পেরিয়ে গেলেও বিদ্যালয়ের কোনো সংস্কার করা হয়নি।

তিনি আরও বলেন, সামান্য বৃষ্টি হলেই পুরোনো টিনের চালা দিয়ে পানি পড়ে শ্রেণিকক্ষের মেঝে স্যাঁতসেঁতে হয়ে যায়। প্রশাসনিক কক্ষে পানি পড়ে গুরুত্বপূর্ণ কাগজপত্র নষ্ট হয়ে যাচ্ছে। দ্রুত পুরোনো ভবনগুলো ভেঙে পাকা ভবন নির্মাণ করা প্রয়োজন।

বিদ্যালয়ের পঞ্চম শ্রেণি শিক্ষার্থী আছিয়া আক্তার বলে, বর্ষা শুরু হলেই বিদ্যালয়ে ক্লাস করতে ভয় করে। বেঞ্চ ভিজে যাওয়ায় অনেক কষ্ট করে শ্রেণিকক্ষে বসতে হয়। বৃষ্টিতে বই-খাতা ভিজে নষ্ট হয়ে যায়। বেশি বৃষ্টি হলে তো কোনো ক্লাসই করা যায় না।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, ‘চরডিক্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমস্যার বিষয়টি অবহিত করেছেন। টিনের চালা দ্রুত সংস্কার করার পাশাপাশি নতুন পাকা ভবন নির্মাণের চেষ্টা চলছে।’

 

131 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন