বরিশাল নগরীতে অটোরিকশার চাপায় জুবায়ের হোসেন হৃদয় নামে (৮) এক শিশু নিহত হয়েছে। শনিবার বেলা ১টার দিকে হাটখোলার কশাইখানা এলাকায় পোর্টরোড-আমানতগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হৃদয় নগরীর ৯ নম্বর ওয়ার্ডের রসুলপুর কলোনীর সুমন হাওলাদারের ছেলে এবং হাটখোলা মাদরাসার প্রথম শ্রেণির ছাত্র ছিলো।
বরিশাল মেট্রোপলিটন আওতাধীন আমানতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এটিএসআই মো. এনামুল হক বরিশালটাইমসকে জানান- হৃদয় ক্লাস শেষে বাসায় ফিরছিল। পথিমধ্যে কশাইখানা এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি বেপরোয়া গতির অটোরিকশা তাকে চাপা দেয়। এতে তার ঘটনাস্থলেই মৃত্যু হয়।
তবে এই ঘটনায় ঘাতক অটোরিকশাটি বা চালককে আটক করতে পারেনি পুলিশ।”
শিরোনামবরিশালের খবর