১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বরিশালে বেপরোয়া ইজিবাইকের চাপায় শিশু নিহত

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:২০ অপরাহ্ণ, ০১ মার্চ ২০১৭

বরিশাল নগরীতে বেপরোয়া গতির ইজিবাইকের চাপায় সোহান (৬) নামে এক শিশু নিহত হয়েছে। বুধবার (০১ মার্চ) সকাল ১১টার দিকে নগরীর কাউনিয়া বিসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সোহান ওই এলাকার  সোহাগ হাওলাদারের ছেলে।

সোহানের খালু রহিম মিয়া বরিশালটাইমসকে জানান- সকালে কাউনিয়া বিসিক এলাকায় রাস্তা পার হচ্ছিল সোহান। এসময় একটি বেপরোয়া গতির একটি ইজিবাইক তাকে চাপা দিলে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করে।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় আধাঘন্টা পরে তার মৃত্যু হয়।

15 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন