বরিশালটাইমস, ডেস্ক
প্রকাশিত: ১২:৫৮ অপরাহ্ণ, ১০ ডিসেম্বর ২০২৩
বরিশালে বেশি দামে পেঁয়াজ বিক্রি, ৬ আড়তকে জরিমানা
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: মজুত করা পেঁয়াজ বেশি দামে বিক্রি করার অভিযোগে বরিশাল নগরের ছয় আড়তকে প্রায় লক্ষাধিক টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সুমী রানী মিত্র।
বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী এ জরিমানা করেন। সুমী রানী মিত্র জানান, হঠাৎ পেয়াঁজের দাম বেড়ে যাওয়ার খবরে বরিশাল নগরীর পেঁয়াজপট্টির পাইকারি বিক্রির আড়তে অভিযানে গিয়ে দেখা যায়, মজুত করা পেঁয়াজ বেশি দামে বিক্রি করা হচ্ছে। তিনি আরও জানান, ৯৪ থেকে ৯৫ টাকা কেজি দরে কেনা পেঁয়াজ বতর্মানে ১৪০ থেকে ১৫০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। এ প্রমাণ পেয়ে ছয় আড়তকে ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।