বরিশালের বাবুগঞ্জ উপজেলায় হাত বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে রাব্বি (২১) নামে এক যুবকের হাতের দুই আঙ্গুল উড়ে গেছে। সেই সাথে আঘাতপ্রাপ্ত হয়েছে তার পুরুষাঙ্গ।
এই ঘটনার একদিন পরে শনিবার বিকেলে তাকে আটক করেছে পুলিশ।
আটক ওই যুবক উপজেলার উত্তর দেহেরগতি গ্রামের নাসিম মিয়ার ছেলে।
এর আগে গত শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানিয়েছেন- বিস্ফোরণে রাব্বি আহত হওয়ার পর অতি গোপনীয়তা রক্ষা করে রাতে স্থানীয় রহমতপুর বাজারে স্থানীয় চিকিৎসক হান্নানের ফার্মেসিতে চিকিৎসা নিয়েছেন। পরবর্তীতে তিনি আত্মগোপনে থাকেন।
বিষয়টি পুলিশ জানতে পেরে শনিবার বিকেল ৪ টায় রাব্বিকে তার নিজ বাড়ি থেকে করে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় বাবুগঞ্জ থানায় বিষ্ফোরক আইনে মামলা দায়ের হয়েছে।’
শিরোনামবরিশালের খবর