বরিশালের মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নে আকবর হাওলাদার (৬৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (০২ জানুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
নিহত আকবর হাওলাদার ইউনিয়নের টুমচর গ্রামের মৃত রহমত আলী হাওলাদারের ছেলে।
এর আগে মঙ্গলবার ভোররাতে বাটামারা ইউনিয়নের টুমচর গ্রামে আকবর হাওলাদারের বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় তারা ককটেল জাতীয় ‘হাতবোমা’ ফাটিয়ে এলাকায় আতঙ্ক ছড়ায়।
নিহতের স্ত্রী সিরিয়া বেগম বরিশালটাইমসকে জানান, ভোররাতে দুর্বৃত্তরা ঘরের দরজা ভেঙে তার স্বামীকে এলোপাতারি কুপিয়ে গুরুতর জখম করে। পাশাপাশি বোমা ফাঁটিয়ে আতঙ্ক সৃষ্টি করে গোয়ালে থাকা ৩টি গরু লুট করে নিয়ে যায়।
পরে প্রতিবেশীদের সহায়তায় আহত আকবর হাওলাদারকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে মুলাদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মতিউর রহমান বরিশালটাইমসকে জানান, প্রতিপক্ষের লোকজন আকবর হাওলাদারের বাড়িতে হামলা চালিয়ে তাকে কুপিয়ে হত্যা করে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পাশাপাশি হামলার সময় ককটেল জাতীয় জিনিস ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়।’
শিরোনামOther