বরিশালের মুলাদী উপজেলায় জুয়া খেলাকে কেন্দ্র করে চারটি গ্রামে হাতবোমা বিষ্ফোরণ ঘটিয়ে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা। এতে সময় নারী-শিশুসহ অন্তত ২০ জন আহত হন।
এ সময় শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে তয়কা-টুমচর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পশ্চিম টুমচর সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।
রোববার (৩১ ডিসেম্বর) সকালে উপজেলার টুমচর বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
হামলাকরীরা হাতবোমা, রামদা, লাঠিসোটা, টেঁটা নিয়ে বাটামারা ইউনিয়নের টুমচর, বাইলারচর, চিঠিরচর ও সফিপুর ইউনিয়নের উত্তর বালিয়াতলী গ্রামে তাণ্ডব চালিয়ে লুটপাট করে।
স্থানীয়রা জানান, টুমচর বাজার এলাকায় জুয়ার আসর বন্ধ করাকে কেন্দ্র করে গত শনিবার দুই গ্রুপের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। ওই ঘটনার জেরে দুর্বৃত্তরা বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে ভাঙচুর ও লুটপাট করে রোববার সকালে।
এ ঘটনায় শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে তয়কা-টুমচর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পশ্চিম টুমচর সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।
বাটামারা ইউনিয়নের চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম জানান, সকালে সন্ত্রাসীরা বেশ কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেছে। এ সময় হামলাকারীরা বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে।
সফিপুর ইউনিয়ন চেয়ারম্যান আবু মুছা হিমু মুন্সি বরিশালটাইমসকে জানান, সন্ত্রাসীরা শতাধিক বোমা বিষ্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে। এবং বেশ কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে।
মুলাদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান বরিশালটাইমসকে জানান, দু’পক্ষের মামলা ও বিভিন্ন ঘটনার জেরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
ওসব গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের আটকে পুলিশের একাধিক টিমের অভিযান চলছে।’
শিরোনামবরিশালের খবর