১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

ব্যবসায়ির স্ত্রীসহ আপত্তিকর অবস্থায় আটক সেই এসআই ক্লোজড

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০২:০৭ অপরাহ্ণ, ০২ আগস্ট ২০১৭

বরিশাল শহরের একটি বাসা থেকে ব্যবসায়ির স্ত্রীসহ আপত্তিকর অবস্থায় আটক পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাইনুল ইসলামকে ক্লোজড করা হয়েছে। বুধবার (২ আগস্ট) সকালে তাকে কর্মস্থল বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানা থেকে সরিয়ে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

বিষয়টি বেলা পৌঁনে ২টার দিকে মুঠোফোনে বরিশালটাইমসকে নিশ্চিত করেছেন ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুর রহমান মুকুল।

এর আগে মঙ্গলবার রাতে শহরের মুসলিম গোরস্তান রোডের খাদিজা মঞ্জিলের ভাড়াটিয়া শামীম বাসায় ফিরে তার স্ত্রী জেবুন্নেছা সালমা ও পুলিশ কর্মকর্তাকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। সেই ঘটনায় তিনি ক্ষুব্ধ হয়ে বাহির থেকে বাসার দরজায় একটি তালা ঝুলিয়ে দিয়ে পুলিশে খবর দেন।

খবর পেয়ে ওই থানার সহকারি পুলিশ কমিশনার (এসি) ফরহাদ সরদার এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুর রহমান মুকুল সেখানে ছুটে যান। কিন্তু ওই সময় এসআই মাইনুল কৌশলে পালিয়ে যান।

ওসি মুকুল জানিয়েছেন, এই বিষয়টি পুলিশ কমিশানর এসএম রুহুল আমিন পত্রপত্রিকার মাধ্যমে অবহিত হয়ে এসআই মাইনুল ইসলামকে থানা থেকে ক্লোজড করেছেন। সেই সাথে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দিয়েছেন।”

 

54 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন