বরিশাল সিটি কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবদুল্লাহ আল আজাদ (৫০) নামে এক ব্যবসায়ী অপহরণ হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে বাসা থেকে বের হয়ে নথুল্লাবাদ যান তিনি।
সেখান থেকে তাকে তুলে নিয়ে যায় মুখোশধারী অজ্ঞাত ব্যক্তিরা। ফলে ব্যক্তি দুইদিন ধরে ওই ব্যবসাীয় নিখোঁজ রয়েছেন।
এই ঘটনায় নিখোঁজ ব্যক্তির স্ত্রী খাদিজা বেগম ঝুনু বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
নিখোঁজ ব্যবসায়ীর স্ত্রী খাদিজা বেগম ঝুনু বরিশালটাইমসকে জানান, বাড়িতে শ্বশুর-শাশুড়িসহ তারা পাঁচজন থাকেন। ওইদিনে রাতে তার স্বামী আবদুল্লাহ ঘর থেকে বের হন। বাড়ি দেখাশুনা ছাড়া তেমন কোনো কাজ না থাকায় রাত ৮টার পরে তিনি বাইরে থাকেন না।
তিনি সাড়ে ৮টার দিকে বাসায় না আসায় তাকে ফোন দেওয়া শুরু করেন। রাত ১০টার দিকেও যখন ফোন দিয়ে পাওয়া যাচ্ছিলো না তখন স্বজনরা মিলে তার স্বামীর সন্ধানে নামেন। বিভিন্ন স্বজন ও পরিচিতিজনসহ বিভিন্ন হাসপাতালের জরুরি বিভাগের খোঁজ নিয়ে না পেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।’
কোতোয়ালি থানার ডায়েরি নম্বর ৫৫৫।
তিনি আরও জানান- ডায়েরি করার আগে কোতোয়ালি থানায় অবস্থান করার সময়ে রাত সাড়ে ১১টার দিকে আজাদের মোবাইল থেকে তার ফোনে একটি কল আসে। ফোনের অপর প্রান্ত থেকে আজাদ বলেছিলেন তার চোখ বেঁধে কারা যেন তুলে নিয়ে গেছেন।
তাকে বাঁচাতে স্ত্রীকে ব্যবস্থা নিতে বলেন। কে বা কারা তাকে তুলে নিয়েছেন কিংবা কি ব্যবস্থা নিতে হবে তা বলার আগেই সংযোগটি বিছিন্ন হয়ে যায়। তারপর থেকে আজাদের ব্যবহৃত ফোন নম্বরটি বন্ধ রয়েছে।
আজাদকে অপহরণ করা হয়েছে দাবি করে উদ্ধার করতে র্যাবসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হস্তক্ষেপ কামনা করেছেন তার স্ত্রী।
বরিশাল বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বরিশালটাইমসকে জানান, আজাদ নামে এক ব্যক্তি নিখোঁজ থাকার বিষয়ে তার স্ত্রী বৃহস্পতিবার রাতে থানার একটি ডায়েরি করেছেন। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের পুলিশ কাজ করছে।’
শিরোনামOther