বরিশাল: বরিশালে গ্রামীণ ব্যাংকের সদস্যদের ঋণের টাকা আত্মসাতকারী সাবেক শাখা ব্যবস্থাপক মো. দেলোয়ার হোসেনকে ১০ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
পাশাপাশি পাঁচ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো পাঁচ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। বুধবার (৩১ আগস্ট) বরিশালের বিশেষ জজ আদালতের বিচারক দিলিপ কুমার ভৌমিক এ রায় দেন।
দণ্ডাদেশপ্রাপ্ত দেলোয়ার যশোরের ছাতিয়ানতলা এলাকার জয়নাল আবেদীন দফাদারের ছেলে।
দুর্নীতির দায়ে বরখাস্ত ও দণ্ডিত শাখা ব্যবস্থাপক দেলোয়ার রায় ঘোষণার সময় আদালতে অনুপস্থিত ছিলেন বলে জানিয়েছেন- বেঞ্চ সহকারী হারুন অর রশীদ।
আদালত সূত্র জানায়, বরিশাল মহানগরীর কোতোয়ালি মডেল থানায় ২০১২ সালের ৩ অক্টোবর মামলা করেন-দুদকের বরিশাল জেলার সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো. ওয়াজেদ আলী গাজী।
মামলায় গ্রামীণ ব্যাংকের সদস্যদের নেওয়া ঋণের তিন লাখ টাকা উত্তোলণের পর জমা না দিয়ে আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ আনা হয়।
২০১৪ সালের ১৪ অক্টোবর দুদকের সহকারী পরিচালক বাহাদুর আলম তাকে অভিযুক্ত করে চার্জশিট জমা দেন।
এতে উল্লেখ করা হয়, দেলোয়ার ২০০৫ সালের ১০ মে থেকে ২০১১ সালের ৭ জুলাই পর্যন্ত রায়পাশা শাখার ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। তখন তিনি দুর্নীতির মাধ্যমে ওই টাকা আত্মসাৎ করেন।
খবর বিজ্ঞপ্তি, বরিশালের খবর