বরিশাল: ধর্মীয় উদ্দীপনা আর বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে বরিশালে ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদ্যাপিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় লাইন রোডের মুখে অনুষ্ঠানের উদ্বোধন করেন বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ।
রাখাল চন্দ্র দে’র সভাপতিত্বে এখানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুচ। তিনি বলেন, অনাচারের কারণে পৃথিবীতে যখন ভারসাম্য নষ্ট হয়ে ধর্ম, জাতি, বর্ণ ও সম্প্রদায়ের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয় তখন মহামানবের আবির্ভাব ঘটে। ভগবান শ্রী কৃষ্ণ তেমনি একজন অবতার, যিনি দুষ্টের দমন করে সাধুদের রক্ষা করেছিলেন। আমাদের সমাজেও জাতীর জনক বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা থেকে বর্তমানে জঙ্গিবাদের নামে দুষ্টদের উত্থান ঘটেছে। এদের বিষয়ে সতর্ক থাকার আহবান করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানের পর ভগবান শ্রী কৃষ্ণের প্রতিকৃতি নিয়ে বের হওয়া বর্ণাঢ্য শোভা যাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। এতে ধর্মীয় বিভিন্ন প্রতিষ্ঠানসহ হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ অংশ নেন।