বরিশালে ছোট ভাই নিহত, বড় ভাই গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল জেলার উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের রামেরকাঠী গ্রামে বৃদ্ধা মাকে মারতে গেলে বড় ভাইয়ের ধাক্কায় গাছের সঙ্গে আঘাত লেগে ছোট ভাই নিহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হত্যাকান্ডে জড়িত বড় ভাই বাবু রাম বৈদ্যকে গ্রেফতার করেছে পুলিশ।
সূত্রে জানা যায়, গত ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় ওই গ্রামের সুনীল বৈদ্যর ছোট ছেলে হিরো লাল বৈদ্য (২২) তার নিজ বৃদ্ধ মাকে মারতে গেলে বড় ভাই বাবুরাম বৈদ্য ধাক্কা দিলে সে ছিটকে গাছের সঙ্গে আঘাত লেগে গুরুতর আহত হয়।
এরপর হিরো লাল বৈদ্যকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. হামিম সুলতানা তাকে মৃত্যু বলে ঘোষণা করেন। কর্তব্যরত চিকিৎসক বলেন নিহতের এক ভাই বিপ্লব বৈদ্য স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
তিনি বলেন, গাছ থেকে পড়ে আহত হয়েছেন। তাই তারা লাশ বাড়িতে নিয়ে গেছেন। খবর পেয়ে রাত ৯টায় ঘটনাস্থলে উজিরপুর মডেল থানার এসআই কমল ছুটে যান।
হিরো লাল মাদকসেবী ৩ মাস রিহাবে থেকে ৭ দিন আগে বাড়িতে ফিরে আসেন। ঘটনার দিন বৃদ্ধা মাকে মারতে গিয়ে বড় ভাইয়ের ধাক্কায় গাছের সঙ্গে আঘাতে তিনি গুরুতর আহত হন এবং হাসপাতালে নেয়া হলে সেখানে তাকে মৃত বলে ঘোষণা দেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরণ করা হয়েছে এবং হত্যা মামলা নেয়া হয়েছে।
১৪ সেপ্টেম্বর হত্যার ঘটনায় মাতা মিনা বৈদ্য বাদী হয়ে উজিরপুর মডের থানায় অভিযুক্ত বড় ছেলে বাবুরাম বৈদ্যর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
অফিসার ইনচার্জ মো. কামরুল হাসান জানান, ইতিমধ্যে আসামী বাবু রাম বৈদ্যকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বরিশালের খবর, বিভাগের খবর